মহারশি নদীর পানি পাইপ দিয়ে নালিতাবাড়ী উপজেলায় নেয়ার উদ্যোগে হাজারো কৃষক ক্ষতির আশংকা
- আপডেট সময় : ০১:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতী মহারশি নদীর পানি পাইপ দিয়ে নালিতাবাড়ী উপজেলায় নেয়ার উদ্যোগে হাজারো কৃষক ক্ষতির আশংকা করছেন। তারা বলছেন, নালিতাবাড়ী উপজেলা যদি পানি নেয়, তাহলে শাক-সবজি ও ধানের আবাদে কৃষকরা পানির সংকটে পড়বে। ফলে হাজার-হাজার একর জমি পতিত হয়ে থাকবে। বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
২০১৩ সালে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে এলজিইডি’র বাস্তবায়নে মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নামে একটি রাবার ড্যাম নির্মাণ করে। নির্মাণের পর এ উপজেলার প্রায় ১২শ’ হেক্টর জমি বোরো আবাদের আওতায় আসে। আরও ১২শ’ হেক্টর জমি আবাদের আওতায় আনতে প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু হঠাৎই যেনো কৃষকের মাথায় হাত পড়েছে।
সম্প্রতি ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর উত্তর হলদীগ্রামের আব্দুল্লাহর বসত ভিটায় জাইকা’র অর্থায়নে এলজিইডি’র উদ্যোগে বৃহৎ পরিসরে নির্মিত হচ্ছে পানির হাউজ। এই হাউজ থেকে ৪শ’ কি: মি: মোটা পাইপ লাইন দিয়ে পানি সরবরাহ করে নিয়ে যাওয়া হবে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন অংশে।
নদীতে যে পানি থাকে তা দিয়ে নিজেদের জমিতেই সেচ দেয়া হয়না, তাই নালিতাবাড়ীতে পানি দিতে নারাজ ঝিনাইগাতী অঞ্চলের কৃষক।
এদিকে ঝিনাইগাতী উপজেলার কৃষকদের পানির চাহিদা না মিটিয়ে পানি অন্য উপজেলায় দেয়া সম্ভব নয় বলে জানান এই জনপ্রতিনিধি।
বিষয়টি সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝিনাইগাতী উপজেলা থেকে নালিতাবাড়ীতে পানি না নেয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।