মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব।
পঞ্জিকা অনুযায়ী সকাল ৮টা ৫৯ মিনিটের পর দেবীর ষষ্ঠাদি কলারাম্ভ ও বিহিত পূজা শুরু হয়। ভক্ত ও পূজারিদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির।সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে। এ আমন্ত্রণই হলো বোধন। বন্ধা নারীরা দেবী দূর্গার কাছে মহাষষ্টীতে সন্তান প্রার্থনা করেন বলে জানান পুরোহিত। মন্দিরগুলোর নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বলে জানিয়েছেন পূজা উৎযাপন কমিটির নেতারা। চলতি বছর সারা দেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। গত বছরের চেয়ে এবার পূজার সংখ্যা বেড়েছে ১ হাজার ৯০৫টি। ঢাকা মহানগরে এ বছর পূজা হচ্ছে ২৩৮টি।