মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব
- আপডেট সময় : ০১:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। সকালে দেবীর ষষ্ঠাদি কলারাম্ভ ও বিহিত পূজা দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।সন্ধায় দেবী দুর্গাকে আমন্ত্রণ ও বোধন।দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে আসবেন ভক্তদের কাছে।মহাষষ্টীতে বন্ধা নারীরা দেবী দূর্গার কাছে সন্তান প্রার্থনা করে থাকেন বলে জানান মন্দিরের পুরোহিত।
আজ মহাষষ্ঠী। শারদীয় দুর্গোৎসবের প্রথমদিন। পঞ্জিকা অনুযায়ী সকাল ৮টা ৫৯ মিনিটের পর দেবীর ষষ্ঠাদি কলারাম্ভ ও বিহিত পূজা শুরু হয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ সারাদেশে। ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের তালে বোধনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের মতে, সমস্ত অশুভ শক্তি বিনাশের প্রতীকরূপ দেবী দুর্গা।
করোনার কারনে এবার উৎসব-সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখার আহবান ছিলো। উৎসবে খানিকটা ভাটা পরলেও দেবীর আরাধনায় নিবেদিত ভক্তরা। ধর্মীয় সংস্কৃতি শেখাতে অনেকে সন্তানকেও এনেছেন মন্দিরে। করোনাসহ সব ধরনের বিপদমুক্ত থাকুন সবাই,এমন প্রার্থনা তাদের।
সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে। এ আমন্ত্রণই হলো বোধন। বন্ধ্যা নারীদের নিজেদের মনবাসনা পূরনের জন্য দেবীর কাছে প্রার্থনা করেন।
মন্দিরগুলোর নিরাপত্তা ব্যবস্থা সন্তোষ প্রকাশ করেছেন পূজা উৎযাপন কমিটির নেতারা। চলতি বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। ঢাকা মহানগরে এ সংখ্যা ২৩৮টি। এবার দেবী আসবেন ঘোড়ায় চড়ে এবং বিদায় নিবেন দোলায় চড়ে।