মহাসড়কতো নয় যেন সমুদ্রের ঢেউ
- আপডেট সময় : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ২২৭৮ বার পড়া হয়েছে
চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ঝিনাইদহের ৩১ কিলোমিটার অংশ। কয়েকদফা বৃষ্টিতে ভাঙাচুরা, ছোট-বড় গর্ত আর পিচ উঠে সড়কটির বেহাল দশা হয়ে আছে। পিচ ঢালাইয়ের পরিবর্তে ইটের সলিং দিয়ে চালানো হচ্ছে মেরামতের কাজ। এতে ভোগান্তি পৌঁছেছে চরমে। তবে দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ
উঠে গেছে মহাসড়কের পিচ, সৃষ্টি হয়েছে গর্তের, সেই সাথে আছে ধুলার যন্ত্রনা। এরই মধ্যে ভোগান্তি-দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার মহাসড়কের চিত্র এটি।
একই অবস্থা ঝিনাইদহ থেকে যশোরগামী ভুটিয়ারগাতী, তেতুলতলা, বিষয়খালী, নিতমলাসহ মহাসড়কের বিভিন্ন স্থানে। ঝিনাইদহ অংশের ৩১ কিলোমিটারে বেশিরভাগ স্থানে সৃষ্টি হয়েছে এমন ছোট-বড় গর্তের। বৃষ্টি হলে গর্তে জমছে পানি আর সৃষ্টি হচ্ছে কাদা। আর রোদ হলে ধুলায় চলা দায় হয়ে পড়েছে। চলাচলের জন্য এসব স্থানে মাঝে মধ্যে ইটের সলিং করে দায়সারা মেরামত করা হচ্ছে। দ্রুত সড়ক মেরামত করে চলাচলের অনুপযোগী করার দাবী স্থানীয় ও চলাচলকারীদের।
কর্তৃপক্ষ বলছে, বৃষ্টির কারণে সড়কে বিটুমিনের কাজ করা সম্ভব হয়নি। বৃষ্টি কমলে দ্রুতই এ সমস্যার সমাধান হবে।
মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের হলেও ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীত করণের কাজ করছে উইকেয়ার প্রকল্প। তাই সড়ক মেরামতের দ্বায়িত্ব রয়েছে প্রকল্পটির।