মহাসপ্তমীর দিনে ঢাকের বোল, কাঁসের ঘণ্টা ও শাঁখের ধ্বনিতে মুখর পূজামণ্ডপগুলো
- আপডেট সময় : ০২:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। সপ্তমীপূজা শেষে সকালে ১০টা ৪৫ মিনিটে মায়ের অঞ্জলি দিয়েছেন ভক্তরা। বেলা ১১টা ৫৭ মিনিটে নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা সম্পন্ন হয়। ঢাকের বোল, কাঁসের ঘণ্টা ও শাঁখের ধ্বনিতে মুখর পূজামণ্ডপগুলো। করোনামুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয় দেবির কাছে।
পঞ্জিকামতে, বৃহস্পতিবার দুপুর ১টা ১৪ মিনিটে সপ্তমী শুরু হয়ে আজ শুক্রবার বেলা ১১টা ৫৭ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। সকালে মহাসপ্তমী আনুষ্ঠানিকতা শুরু হয় ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করার মধ্যদিয়ে।এবার দেবীর আগমন ঘটছে দোলায়। অর্থাৎ পৃথিবীতে মড়ক দেখা দেবে বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের।
দেবীর চরনে অঞ্জলী দিতে মন্ডপে মন্ডপে ভিড় করেন ভক্তরা।
করোনা ভাইরাস মহামারীর কারণে উৎসবে ভাটা পড়েছে। তাই করোনা থেকে মুক্তি প্রার্থনা ভক্তদের।
এ বছর নেই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
করোনার কারণে এবার বন্ধ রাখা হয়েছে কুমারী পূজা। সোমবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মের সবচে বড় আয়োজন দুর্গোৎসব।