মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১০ জন নিহত
- আপডেট সময় : ০৮:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১০ জন নিহত হয়েছে। দুপুরে মহাসড়কের শ্রীনগর উপজেলার ষোলঘর কালি মন্দির সংলগ্ন বাস স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী স্বাধীন এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ষোলঘর কালি মন্দির বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বরযাত্রী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। বাকীদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে আরো ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে ।
মাইক্রোবাসটি লৌহজংয়ের নাগের হাট থেকে একটি বিয়ের জন্য ঢাকার কামরাঙ্গীরচরে যাচ্ছিল। মাইক্রোবাসে মোট ১১ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন। মুহূর্তের মধ্যেই নিহতদের স্বজনদের আহাজারীতে সেখানকার আকাশ ভারী হয়ে ওঠে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ করে।বাসের ড্রাইভার ও হেল্পার পলাতক থাকলেও বাসটি আটক করেছে পুলিশ। নিহত পরিবারগুলোকে ইতিমধ্যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।