মহাসড়ক ও রেলপথে শুরু ঘরমুখো মানুষের ঈদযাত্রা
- আপডেট সময় : ০৯:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
মহাসড়ক ও রেলপথে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। পথে নানান ঝক্কি-ঝামেলা থাকলেও প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে বাধভাঙা আনন্দ নিয়ে যাত্রা করছেন তারা। আজ ট্রেনে করে রাজধানী ছাড়ছে ৪০ থেকে ৬০ হাজার যাত্রী। গণপরিবহনেও ছিল যাত্রীদের চাপ। তবে সড়ক পথে রয়েছে ভোগান্তি। কোরবানির পশুর গাড়ির কারণে বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ যাত্রী এবং বাস চালকদের।
ট্রেনের হুইসেল আর ঝকঝক শব্দে মনের অজান্তেই প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের আনন্দে দোলা দেয় মনে। সকাল থেকেই একের পর এক ট্রেন ছাড়তে শুরু করে কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে। ট্রেনের টিকিট অনলাইন থেকে কিনতে পেরে সবার চোখে মুখে ছিল আনন্দের ছাপ।
অতীতের ভুল সংশোধন করে এবার যাত্রীদের আরও উন্নত সেবা দেয়া কথা জানিয়েছে, রেলওয়ের বাণিজ্যিক বিভাগ ।রেলওয়ে স্টেশন ম্যানেজার বলছেন, প্রতিদিন ঈদ উপলক্ষে প্রায় ৪০ হাজার থেকে ৬০ হাজার যাত্রীরা যাতায়াত করতে পারবেন বিভিন্ন গন্তব্যে।
এদিকে, রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসে করে স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে রওনা দিচ্ছে।গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন কোরবানি পশুর গাড়ির চাপ সড়কে থাকার কারণেই যানজটে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। যানজট এড়াতে এবং নিরাপদে বাড়িতে ফিরতে ট্রাফিক পুলিশের সহায়তায় চান তারা।