মহাসড়ক-রেল-নৌপথে নেই যান ও যাত্রীর চাপ
- আপডেট সময় : ০৫:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় সিরাজগঞ্জ মহাসড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। একই অবস্থা ঢাকা ময়মনসিংহ সড়কেও। কোথাও যানজটে পড়ে ভোগান্তি হয়নি যাত্রীদের। অন্যদিকে নৌরুটের বিভিন্ন ঘাটেও যাত্রীবাহী যানের চাপ কম দেখা গেছে।
ঈদ যাত্রায় দুর্ভোগ না থাকায় আনন্দিত যাত্রীরা। সকাল থেকে এ মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে গাড়ি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে নেই যানবাহনের চাপ।
সিরাজগঞ্জে মহাসড়কে আজও যান চলাচল স্বাভাবিক । সোমবার সকাল থেকে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক, হাটিকুমরুল-বনপাড়া ও বগুড়া-নগরবাড়ী সড়কে যানবাহনের সংখ্যা একেবারেই কম। কিছু ট্রাক ও প্রাইভেটকার চলাচল করতে দেখা গেছে।
শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ কমেছে। শিমুলিয়া ঘাটে ফেরির তুলনায় লঞ্চে ও স্পিডবোটে বেশি যাত্রী নিয়ে পাড়ি দিচ্ছে পদ্মা নদী। শেষ মুহূর্তেও মাদারীপুরের বাংলাবাজার ঘাটে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ঢল অব্যাহত রয়েছে।