মহেশখালীতে আত্মসমর্পন করেছে অস্ত্র তৈরির কারিগরসহ ১২টি বাহিনীর ১০১ জলদস্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের মহেশখালীতে আত্মসমর্পন করেছে অস্ত্র তৈরির কারিগরসহ ১২টি বাহিনীর ১০১ জলদস্যু। বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের ব্যবস্থাপনায় মহেশখালীর কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা।
পুলিশ জানায়, আত্মসমর্পনকারীদের মধ্যে আলোচিত জাফর আলম এবং ১২ জন অবৈধ অস্ত্র তৈরির কারিগরও রয়েছেন। এ সময় শতাধিক অস্ত্র, প্রায় দুই হাজার গুলি ও অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম জমা দেন জলদস্যুরা। আত্মসমর্পনকারীদের পুলিশের সেফহোমে নিয়ে আসা হয়েছে। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত ছিলেন।