মাউন্ট এভারেস্টে সব ধরনের অভিযান সাময়িক স্থগিত করেছে নেপাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ- মাউন্ট এভারেস্টে সব ধরনের অভিযান সাময়িক স্থগিত করেছে নেপাল।
একই সাথে পর্যটক ভিসা দেয়াও বন্ধ রেখেছে কাঠমাণ্ডু। নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী যোগেশ ভট্টরাই জানান, সরকার এভারেস্টে বসন্তের সব অভিযান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। সামনের দিনগুলোতে বিশ্বের সামগ্রিক প্রেক্ষাপট পর্যালোচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। গেলো দুই সপ্তাহে চীনের বাইরে করোনা ভাইরাস ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে নেপাল।