মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- আপডেট সময় : ০১:১৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের নতুন ইতিহাস। অবশেষে টেস্টে নিউজিল্যান্ডকে হারালো টাইগাররা। মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮ উইকেটে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারীরা। নিউজিল্যান্ডের দেয়া মাত্র ৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই সেশন হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এর আগে, এবাদতের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান। ৬ উইকেটে নিয়ে কিউই শিবিরে ধস নামান এবাদত, হয়েছেন ম্যাচ সেরা। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩২৮ রানের জবাবে ৪৫৮ রান করে বাংলাদেশ। টাইগারদের জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাদা জার্সি আর লাল বলের টেস্ট, অথচ বছরের শুরুটা রঙিন বাংলাদেশের। যে দেশে বারবার ব্যর্থতার গল্প লিখেছেন, সেখানেই মহকাব্য রচনা করলেন মুশফিক-মমিনুলরা। কিউই মাটিতে কোন ফরম্যাটে না জেতা বাংলাদেশ প্রথমবার জিতলো তাও আবার ক্রিকেটের এলিট ফরম্যাটে
সাকিব-তামিমদের মতো অভিজ্ঞরা ছিলেন না তাতে কি! মুমিনুলের নেতৃত্ব পথ দেখিয়েছে লিটন দাস-মাহমুদুল হাসান-নাজমুল শান্তদের। বল হাতে এবাদত হোসেন প্রতিপক্ষকের কাছে যতটা হুমকি হয়ে থেকেছেন তার চেয়ে বেশি নিজেকে মেলে ধরেছেন অন্তত আগামীর বাংলাদেশের জন্য। সময়টা অনেক দীর্ঘ…. ৯ বছর পর টেস্টে কোনো বাংলাদেশির অর্জন ৫ উইকেট। এক ইনিংসে এবাদতের ৬ শিকার যা ক্যারিয়ার সেরা।
ইতিহাস গড়ার জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৪০ রান। ছোট লক্ষ্য তাও খাবি খেয়েছে বাংলাদেশ।
যদিও ৩ করে সাদমানের বিদায় কেই বা মনে রাখবে। ঠিক যেমন নাজমুল শান্তর ১৭। সবই এখন ম্লান… ঐতিহাসিক জয়ের কাছে।
শেষ দিনের শুরুটাও যেন কাঙ্ক্ষিত। যিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন, সেই রস টেলর পারেননি স্বাগতিকদের আস্থার প্রতীক হয়ে থাকতে। বরং কথা রেখেছেন এবাদত হোসেন। টেলরকে বোল্ড করে প্রথমবার ৫ উইকেটের ল্যান্ডমার্কে বাংলাদেশ পেসার। কিউই ব্যাটসম্যান ফিরেছেন ৪০ রান করে।
এবাদতের ষষ্ঠ শিকারে পরিণত হয়েছেন কাইল জেমিসন। যে ক্যাচ শরিফুল তালুবন্দি করেছেন তাও ছিলো অবিশ্বাস্য। দিনটা বাংলাদেশের।
রভিন্দ্র-টিম সাউদি কাউকেই টিকতে দেননি তাসকিন আহমেদ। নিকোলস, ব্লান্ডেল, জেমিসনদের মতো সাউদিও শূন্যতেই আউট। যে নেইল ওয়াগনার অন্য প্রান্তে দাঁড়িয়ে ট্রেন্ট বোল্টের আউট হওয়া দেখেছেন, হয়েছেন দলের ১৬৯ রানে অলআউটের সাক্ষী, সেই ওয়াগনারও অসহায় শূন্যতে অপরাজিত থেকে।
নিউজিল্যান্ডের মাটিতে এর আগে টানা ১৭ টেস্টে কোনো দলই পারেনি স্বাগতিকদের হারাতে সেটিই করে দেখাল বাংলাদেশ। এবার সিরিজ জয়ের পালা।