মাগুরায় গড়াই তীরের ২ উপজেলায় ব্যাপক ভাঙ্গন
- আপডেট সময় : ১০:৫০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার দোরান নগরের পাশ দিয়ে প্রবাহিত গড়াই নদী। পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন রোধে কার্যকরী কোন পদক্ষেপ না নেয়ায় এরই মধ্যে গ্রামের প্রায় ৪০ শতাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে অনেক পরিবার সর্বস্বহীন। নিরুপায় গ্রামবাসী গ্রীষ্ম মৌসুমে নিজেরাই স্বেচ্ছাশ্রমে বাঁধের সংস্কার চালাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, অর্থবরাদ্দ পেলে নদী ভাঙ্গনরোধে পদক্ষেপ নেয়া সম্ভব হবে।
মাগুরার দুটি উপজেলার গ্রামগুলোতে ১৭টি বাঁধের সংস্কার করছেন স্থানীয়রা। ২০২০ সালে ৮টি বাঁশের বাঁধ নির্মাণ করার পর নদীভাঙ্গণ কিছুটা কম হওয়ায় গ্রামবাসী প্রত্যাশা করছে ভালো কিছুর। ১০ দিন যাবত সকাল থেকে রাত অব্দি বাঁধ সংস্কারে স্বেচ্ছায় কাজ করছেন অন্তত শখানেক মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে কাজ না হওয়ায় এবার দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণে বসানো হচ্ছে কংক্রিটের পিলার।
নদী ভাঙ্গনরোধে প্রয়োজনে বর্ষার আগেই জরুরী পদক্ষেপ নেয়ার কথা জানালেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী।
জেলায় প্রবাহমান ৮টি নদীর মধ্যে গড়াই ৩০ কিলোমিটার ও মধুমতি ৫০ কিলোমিটার ভাঙ্গণ কবলিত। জেলায় কুমার, গড়াই, মধুমতি, নবগঙ্গা ও হানু নদীসহ মোট ৩০৬ কিলোমিটার দীর্ঘ নদী রয়েছে। জেলার মোট জনসংখ্যা ১১ লাখের বেশি।