মাগুরায় চড়া ডিমের বাজার; ক্ষুব্দ ক্রেতারা
- আপডেট সময় : ১০:৫৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ১৬০৮ বার পড়া হয়েছে
মাগুরায় ডিমের বাজার উর্ধ্বমুখী হওয়ায় ক্রেতাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খামারীরা বলছেন, পোল্ট্রি শিল্পে বাচ্চা, খাবার, ওষুধ ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিসহ অতিরিক্ত গরমের কারণে হঠাৎ মুরগি মারা যাওয়ায় উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। যে কারণে বাজার উর্ধ্বমুখী।
মাগুরা জেলায় ডিমের চাহিদা পূরণে বরাবরই ভিন্ন জেলার উপর নির্ভর করতে হয়। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক তাপদাহের কারণে সরবরাহ কমায় হঠাৎ ডিমের দাম অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। বর্তমানে পাইকারি বাজারে প্রতিটি ডিমের দাম সাড়ে ১১ টাকা। খুচরা বাজারে সেই ডিম বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকা পর্যন্ত। অথচ একমাস আগেও খুচরা বাজারে প্রতিটি ডিম বিক্রি হয়
দাম বাড়ায় সংসারের খরচ বাঁচাতে ডিম কেনা কমিয়ে দিচ্ছে অনেকে। ফলে পরিবারে তৈরি হচ্ছে পুষ্টি ঘাটতির আশংকা। আবহাওয়া জনিত কারণেও অনেক খামারের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সে ক্ষতি কাটিয়ে উঠতে খামারীদের নিয়মিত পরামর্শ দেয়ার দাবী প্রাণিসম্পদ বিভাগের।
প্রাণিসম্পদ বিভাগের হিসেবে মাগুরা জেলায় লেয়ার খামার রয়েছে প্রায় ১৬০টি। বছরে অন্তত ১০৪টি ডিম খাদ্য তালিকায় থাকলে জেলার বার্ষিক চাহিদা দাঁড়ায় প্রায় সাড়ে ১১ কোটি ডিম। অথচ জেলায় উৎপাদন হয় মাত্র ২ কোটি ডিম। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ৮৭ হাজার।