মাগুরায় বিনাধান-১১ চাষ করে সাফল্য পেয়েছেন কৃষকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মাগুরায় বন্যা ও অতিবৃষ্টি জনিত জলাবদ্ধতায় বিনাধান-১১ চাষ করে সাফল্য পেয়েছেন কৃষকরা।
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট মাগুরা উপকেন্দ্রের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্ভাবিত বিনাধান-১১’র চাষ করে ভাল ধান উৎপাদন হওয়ায় খুশি কৃষকরা। প্রতিবছর বর্ষা মৌসুমে মহম্মদপুরের বিভিন্ন গ্রামের মাঠে বিস্তির্ণ অঞ্চলে ব্যাপক জলাবদ্ধতায় ব্যাপক ফসলহানি হয়। এ অবস্থায় গত মৌসুমে বিনাধান-১১ চাষ করে এ জমি গুলোতে একর প্রতি প্রায় ৭০মন ধান উৎপাদন করেছে কৃষকরা। এ চাষে তেমন সার, কীটনাশক ও পানির খরচ না থাকায় বিনাধান-উৎপাদন খুবই লাভজনক বলছে জেলা কৃষি বিভাগ।