মাগুরায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ গণটিকা দান কর্মসূচী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
মাগুরায় শতভাগ টিকা সম্পন্ন করতে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে গণটিকা দান শুরু হয়েছে।
শহরের বিভিন্ন কেন্দ্রে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নেতৃত্বে বিশেষ টিম এই ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হয়। শহরের ভায়নার মোড়, চৌরঙ্গীর মোড়সহ বিভিন্ন মোড়ে ভাসমান ও অপেক্ষাকৃত অসচেতন জনগোষ্ঠীর মাঝে এ টিকাদান কর্মসূচী চালানো হয়। জেলাকে শতভাগ ভ্যাকসিনেশনের আওতায় আনতে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ কার্যক্রম চালানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।