মাগুরায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী বই মেলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে মাগুরা শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্ত্বরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বই মেলা।
জেলা প্রশাসনের আয়োজনে বিকেলে মেলা উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু। তিনদিন ব্যাপী এই বই মেলা শেষ হবে আগামী শুক্রবার। মেলায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ২০টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর মেলা চত্ত্বরে বাংলাদেশে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের উপর তথ্যভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আযোজন করা হয়েছে।