মাত্র এক হাজার এক টাকা মূল্যে বিশাল ফ্ল্যাট-বাড়ি
- আপডেট সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বস্তি থেকে বহুতল ভবন। তাও আবার মাত্র এক হাজার এক টাকা মূল্যে বিশাল ফ্ল্যাট-বাড়ি। যেখানে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। বলছি, কক্সবাজার সদরের খুরুশকুলে নির্মিত বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু আশ্রয়ন প্রকল্পের কথা। জলবায়ু উদ্বাস্তুদের জন্য তৈরী এ প্রকল্প বৃহস্পতিবার উদ্বোধন করেন এর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ঝুপড়ি ঘর থেকে ফ্ল্যাট বাড়ি পেয়ে খুশিতে আত্মহারা উদ্বাস্তু মানুষগুলো।
কক্সবাজার শহর লাগোয়া বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা এসব সুউচ্চ দালান বিশ্বে প্রথমবারের মতো আনলো এক নতুন পরিচিতি। এগুলো জলবায়ুর কারণে উদ্বাস্তু হয়ে পড়া মানুষের প্রথম পরিকল্পিত রাষ্ট্রীয় আবাসস্থল। যেখানে বাস করবে সমুদ্রের সাথে যুদ্ধ করে বেঁচে যাওয়া ঘুর্ণিঝড় দুর্গতরা।
১৩৯টি ভবনের মধ্যে প্রথম দফায় প্রস্তুত করা হয়েছে ২০টি। আরো ১১৯টি ভবনের কাজ শেষ হবে ২০২৩ সালের মধ্যে। যেখানে থাকবে “শেখ হাসিনা টাওয়ার” নামে একটি ফাইভস্টার হোটেলও।
এদিকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সাড়ে ৪ হাজার পরিবারের মধ্যে ৬শ’ পরিবার বুঝে পেয়েছে ফ্ল্যাটের চবি। এতে বেজায় খুশি ঘূর্ণিঝড় কিংবা ভাঙ্গনে সহায়-সম্বলহীন উদ্বাস্তু এই মানুষগুলো।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে প্রকল্প বাস্তবায়নের কাজ। নানা প্রাকৃতিক প্রতিবন্ধকতার মাঝেও নির্ধারিত সময়ের মধ্যে বাকি ভবনগুলোর নির্মাণ সম্পন্ন করার কথা জানালেন রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি।
জেলা প্রশাসক জানালেন, প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এখানে আধুনিক শুটকি মহাল ও পর্যটন স্পটও গড়ে তোলা হবে।
২৫৩ একর জমিতে ১ হাজার ৮শ’ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রীর এই অগ্রাধিকার প্রকল্প।