মাত্র ১০ টাকায় ভেন্ডিং মেশিন থেকে নারীরা কিনতে পারছেন স্যানিটারি ন্যাপকিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
মাত্র ১০ টাকায় এখন যে কোনো সময় মেয়েরা ভেন্ডিং মেশিন থেকে কিনে নিতে পারছেন স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডমের উদ্যোগে ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয় দেশের সর্বপ্রথম স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।
প্রাথমিকভাবে ১০টি ভেন্ডিং মেশিন স্থাপন করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ১৫ হাজার নারী শিক্ষার্থীর জন্য সাশ্রয়ী স্যানিটারি ন্যাপকিন সহজলভ্যতা নিশ্চিত করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এই মেশিন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্কুল-কলেজেও। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যার সংখ্যা ১শ’র বেশি। এই ভেন্ডিং মেশিনের মাধম্যে ৩৫ লাখেরও বেশি নারী পাচ্ছেন সহজে যে কোনও সময়ে সাশ্রয়ী স্যানিটারি ন্যাপকিন কেনার সুবিধা।