মাত্র ২ দিনের ব্যবধানে প্রতি বস্তা চালের দাম বেড়েছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের বাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের চালের দাম। মাত্র ২ দিনের ব্যবধানে প্রতি বস্তা চালের দাম বেড়েছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত।
মিল মালিকরা সব ধরনের চালের দাম বস্তাপ্রতি ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। বাধ্য হয়ে চালের দাম বাড়ছে বলছে মিল মালিকরা। সবচেয়ে দাম বেড়েছে মোটা চালের। কেজি প্রতি দাম বেড়েছে ৫ টাকা থেকে ৭ টাকা পর্যন্ত। প্রতি কেজি মোটাচাল বিক্রি হচ্ছে মান ভেদে ৫ থেকে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত। দিনাজপুর চালকল মালিকদের সভাপতি মোসাদ্দেক হোসেন জানান, বাজারে ধানের স্বল্পতার জন্য বেড়েছে চালের দাম। নতুন ধান বাজারে পুরোপুরি এলেই কমে যাবে চালের দাম।