মাদকমুক্ত সমাজ গড়তে ট্রেইল ম্যারাথন
- আপডেট সময় : ০৯:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
মাদকমুক্ত যুব সমাজ গড়তে দেশে প্রথমবারের মতো দীর্ঘ ট্রেইল ম্যারাথন হলো মৌলভীবাজারের পাহাড়ী এলাকায়। এডভেন্সার গ্রুপ কম্পাস ৩৬০ ডিগ্রী’র আয়োজনে প্রতিযোগিতায় এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারসহ দেশ-বিদেশের ১০০ জন নারী-পুরুষ অংশ নেন।মৌলভীবাজার প্রতিনিধি এম এ মোহিতের প্রতিবেদন; জানাচ্ছেন এম এ নাসের।
দেশে প্রথমবারের মৌলভীবাজারের পাহাড়ী এলাকায় অনুষ্ঠিত হল দীর্ঘ ট্রেইল ম্যারাথন কমলগঞ্জের শমশেরনগরে এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে ট্রেইল ম্যারাথন শুরু হয়। প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ ম্যারাথনে অংশ নিয়ে খুশি প্রতিযোগীরা।মেরাথনে ৮৯ জন পুরুষ ও ১১ জন নারীসহ সর্বমোট ১০০ জন দেশী-বিদেশী প্রতিযোগী অংশ নেন। সাথে আরো ৬০ থেকে ৭০ বছর বয়সী বেশ কয়েকজন নারী পুরুষও ছিলেন বলে জানান কম্পাস এর প্রতিষ্ঠাতা।
এমন আয়োজনে মুগ্ধ প্রতিযোগিতায় নারীদের মধ্য প্রথম ৬২ বছর বয়সী মার্কিন নাগরিক রন্ডি এন ডরশন ছেলেদের মধ্যে প্রথম হওয়া রংপুরের সাজ্জাদ হোসেনের সময় লেগেছে ৩ ঘন্টা ২১ মিনিট। তিনিও আনন্দিত দেশের ট্রেইলে প্রথম হতে পেরে এদিকে ট্রেইল ভ্রমন শেষে এভারেষ্ট বিজয়ী নিশাত মজুমদার বলেন, এটিই বাংলাদেশের দীর্ঘতম ট্রেইল ভ্রমন। যা তারুণ্যের প্রেরণা। এমন আয়োজন মৌলভীবাজারের যুব সমাজকে মেরাথনে উৎসাহিত করবে বলে জানিয়েছেন শমশেরনগরের বাসিন্দা ও প্রাক্তন কারা মহা পরিদর্শক অব: মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। মাদকমুক্ত ও সুস্থ্যসবল যুব সমাজ গড়তে ভবিষতেও এ ধরণের মেরাথনের আয়োজন প্রয়োজন বলে জানান অংশ্রগ্রহণকারীরা ।