মাদকাসক্ত পুলিশ সদস্যদের ধরতে এবার অভিযান শুরু রাজশাহীতে
- আপডেট সময় : ০৩:২৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মাদকাসক্ত পুলিশ সদস্যদের ধরতে এবার অভিযান শুরু রাজশাহীতে। পুলিশ সদস্যদের মাদকমুক্ত থাকার প্রমাণ রাখতে এখন থেকে করাতে হবে ডোপ টেস্ট। নগরীকে মাদকমুক্ত করতেই প্রথম ধাপ হিসেবে নিজেদের ভেতরে শুরু করতে চান এই শুদ্ধি অভিযান, জানালেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এরইমধ্যে এক এসআইকে মাদকাসক্তের দায়ে বরখাস্ত করা হয়েছে।
সীমান্তবর্তী হওয়ায় রাজশাহীতে মাদকের কারবার সব সময়ই রমরমা। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ কিংবা গোদাগাড়ী সীমান্ত গলিয়ে মাদক সহজেই পৌঁছৈ যায় নগরীর বিভিন্ন গন্তব্যে। পুলিশেরই কিছু অসাধু সদস্যের দুর্নীতির কারণে মাদক পাচার ঠেকানো যাচ্ছে না। তবে, নগরীতে মাদকের ব্যবহার কমাতে তোড়জোড় শুরু হয়েছে। চলছে জোরদার অভিযান। পাশাপাশি উদ্যোগ নেয়া হয়েছে পুলিশের মাদক ব্যবহারে লাগাম টেনে ধরার, জানালেন পুলিশ কমিশনার।
পুলিশ কমিশনার জানান, আরএমপিতে শিগগিরই শুরু হবে ডোপ টেস্ট। পূর্বঘোষণা ছাড়াই যে কোনো সময় যে কোনো সদস্যের নমুনা নেয়া হবে। এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, নীতিমালা এখনো চূড়ান্ত না হওয়ায় সরকারি উদ্যোগে নেই ডোপ টেস্টের কোনো ব্যবস্থা। তবে ভরসা প্রাইভেট ডায়াগনস্টিকগুলোর ওপর। আরএমপিতে সাম্প্রতিক বছরগুলোর রেকর্ড ভেঙে গতমাস সেপ্টেম্বরেই মাদক সংক্রান্ত মামলা হয়েছে ২৮৬টি। কড়া অভিযানেই এমন সাফল্য, দাবি পুলিশ কমিশনারের।