মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের ৩ মামলায় ১৮ দিনের রিমান্ডে গোল্ডেন মনির
- আপডেট সময় : ০৭:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা তিন মামলায় গোল্ডেন মনিরকে ১৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্টেটের আলাদা আদালত এই রিমান্ড আদেশ মঞ্জুর করেন। এসময় রাষ্ট্রপক্ষ জানায়, মুনিরের নেপথ্য সহযোগীদের খুঁজে পেতেই এই রিমাণ্ড আবেদন করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে মুনিরের আইনজীবী বলেন, আদালতের লিখিত আদেশ পর্যালোচনা করে রিমাণ্ডের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেবে আসামীপক্ষ।
সামান্য কাপড় বিক্রেতা থেকে টাকার কুমির হয়ে ওঠা একজন মানুষ মনির হোসেন ওরফে গোল্ডেন মনির। বর্তমানে দেড় হাজার কোটি টাকার বেশি সম্পদের মালিক মনিরকে, রোববার বাড্ডা থানায় করা মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায়, প্রতিটিতে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। এ সময় উভয়পক্ষের শুনানি শেষে মুনিরের ১৮ দিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত।
তবে এই রিমাণ্ড আদেশকে অযৌক্তিক বলে দাবী করে আসামীপক্ষ।
এদিকে সচিবালয়ে এ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজউক চেয়ারম্যান সাঈদ নুর আলম জানান, গোল্ডেন মনির এর প্লট জালিয়াতির সাথে রাজউকের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে ।