মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় হামলা চালিয়ে বাড়ি ঘর ও কার্যালয় ভাঙচুর লুটপাট করে মাদক ব্যবসায়ীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ শহরের রেলী বাগান এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় কয়েক দফায় হামলা চালিয়ে বাড়ি ঘর ও পঞ্চায়েত কমিটির কার্যালয় ভাঙচুর লুটপাট করে মাদক ব্যবসায়ীরা । এসময় দু’জনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ও নারীসহ আহত হন আরও ৫ জন।
পঞ্চায়েত কমিটির সভাপতি গাজী সালাউদ্দিন জানান, দীর্ঘদিন যাবত এলাকায় আনোয়ার ও গোবিন্দর নেতৃত্বে মাদক ব্যবসা চলে আসছিল। এতে বিভিন্ন সময় তাদের বাঁধা দিলে মামলা, হামলা ও হত্যার হুমকি দেয়া হয়। কয়েকদিন আগে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী পঞ্চায়েত কমিটি করার পর থেকে মাদক ব্যবসায়ীরা হুমকি দিয়ে আসছে। গতকাল রাত থেকে দুপুর পর্যন্ত ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল কয়েক দফা কমিটির সদস্যদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।