মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ থেকে যুবসমাজকে দূরে থেকে আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার জন্য আহ্বান
- আপডেট সময় : ০১:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ থেকে যুবসমাজকে দূরে থেকে আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস, ২০২০ উপলক্ষ্যে ভাষণে তিনি এ আহ্বান জানান।
রোববার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ যেন আত্মনির্ভরশীল হয়, সেভাবেই দীর্ঘমেয়াদী নানা পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সফল ২৬ যুবককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রশিক্ষিত সফল যুবক ও যুব মহিলাদের মধ্য থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২১ জন সফল আত্মকর্মী যুব ও ৫ জন যুব সংগঠককে এ বছর জাতীয় যুব পুরস্কারে পুরষ্কৃত করা হয়। এছাড়া যুব দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকেট ও খাম উন্মোচন করা হয়। মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান- এই প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস