মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। উপজেলার ১১ ইউনিয়নের ৬৪ ভোটকেন্দ্রে ১ লাখ ৮৪ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার রেজাউল করিম শাহীন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মনসিন মিয়া প্রতিদ্বন্দ্বীতা করছেন। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।