মাদারীপুরের শিবচরে ২০ শয্যার বিশেষায়িত করোনা আইসোলেশন কেন্দ্র উদ্বোধন
- আপডেট সময় : ০৮:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে দেশের প্রথম লকডাউনকৃত মাদারীপুরের শিবচর উপজেলায় ২০ শয্যার বিশেষায়িত করোনা আইসোলেশন কেন্দ্র উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
স্থানীয় সংসদ সদস্য ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ব্যক্তিগত অর্থায়নে হাই ফ্লো নেজাল কেনোলো থেরাপি সিস্টেম,অক্সিজেন জেনারেটর, পালস্ অক্সি মিটার, ইনফ্রাডার থার্মোমিটার, অক্সিজেন সিলিন্ডারসহ নানাবিধ সুযোগ সুবিধা সংযোজন করা হয়েছে। নিয়োগ দেয়া হয়েছে ২ জন চিকিৎসক, ২ জন নার্সসহ ৭ জন স্বাস্থ্য কর্মী। ১০ দিন পরপর স্বাস্থ্য কর্মীরা পরিবর্তন হয়ে হোটেলে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এছাড়া রোগীদের জন্য খাবার ব্যবস্থাও রয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোস প্রমুখ।