মাদারীপুরে অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
মাদারীপুরে অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বিকেলে আছমত আলী খান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। ফাইনালে মাদারীপুর জেলাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ জেলা। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর জেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খানসহ অনেকেই।