মাদারীপুরে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় এক ব্যক্তি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
মাদারীপুরে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় জয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কাওসার দর্জি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটিতে এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, ঝিকরহাটির পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আলিম দর্জি তার লোকজন নিয়ে ইকবাল দর্জির সমর্থকদের উপর হামলা চালায়। পরে, উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কাওসার দর্জি মারা যান।