মাদারীপুরে একটি যাত্রীবাহী পরিবহনের চাপায় নিহত মোটরসাইকেল আরোহী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী পরিবহনের চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। আহত হয়েছেন সাথে থাকা আরেক যাত্রী।
শুক্রবার রাতে জেলার শিবচর কাঁঠালবাড়ি ঘাট থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলো শাহাদাৎ খলিফা ও শাহিন বেপারী। ঢাকা-খুলনা মহাসড়কের মুন্সীর বাজারের স্পিডব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী পরিবহন চাপা দিলে শাহাদাৎ খলিফা ঘটনাস্থলেই নিহত হয়। অপর জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।