মাদারীপুরে খাদ্যগুদামের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
মাদারীপুরে খাদ্যগুদামের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে জয়পুরহাটের পাঁচবিবিতে এবং নেত্রকোণার খালিয়াজুরীতে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
মাদারীপুরে চরমুগরিয়া খাদ্যগুদাম কার্যালয়ে বাথরুমে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয় অফিসের স্টাফরা। পরে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ।
পারিবারিক কলহের জেরে জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ তার বৃদ্ধ পিতা আব্দুল কাদেরকে হত্যার অভিযোগ উঠেছে। ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
নেত্রকোণার খালিয়াজুরীতে সায়েদা আক্তার নামে ৫ বছরের এক শিশু কন্যার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছ পুলিশ। রবিবার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে নিজ বাড়ীর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।