মাদারীপুরে ঘুরতে বের হওয়া দুই বন্ধুকে কুপিয়েছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
মাদারীপুরে ঘুরতে বের হওয়া দুই বন্ধুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, গতরাতে বাড়ি থেকে বের হয়ে দুই বন্ধু ফয়সাল ও মিলন নদীপাড়ে ঘুরতে যায়। বালাকান্দি এলাকায় আসলে দুর্বৃত্তরা দু’জনকেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ফয়সাল ও মিলনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় দু’জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।