মাদারীপুরে জেলা প্রশাসনের অফিস সহকারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
মাদারীপুরে জেলা প্রশাসনের অফিস সহকারী শমসের আলীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। নিজ বাসার সামনেই কুপিয়ে জখম করা হয় তাকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অফিস শেষে বাসায় ফেরার সময় বাড়ির সামনেই তার উপর সশস্ত্র হামলা করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ৫ দুর্বৃত্ত। গুরুতর অবস্থায় শমসেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।