মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচর উপজলার কাদিরপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ইলিয়াছ ঢালী নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বুধবার রাতে ডিগ্রিরচর এলাকায় চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর বেপারির সমর্থক আব্বাস মুন্সীর সঙ্গে চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া তালুকদারের সমর্থক মজিবুর রহমানের নির্বাচনে প্রভাব বিস্তার নিয়ে কথা কাটাকাটি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় নারীসহ ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে আহতদের দুই চেয়ারম্যান প্রার্থী হাসপাতালে দেখতে গেলে উভয়পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। তখন ভয়ে হাসপাতাল থেকে আহতদের কয়েকজন পালিয়ে যান। এসময় আহত ইলিয়াছ শ্বশুরবাড়ি চলে যায়। অবস্থার অবনতি হলে আজ সকালে তার মৃত্যু হয়।