মাদারীপুরে ফসলি জমিকে খাল দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অ’ভিযোগ ইউপি চেয়ারম্যানের বি’রুদ্ধে
- আপডেট সময় : ০৩:৫০:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ১৮১৯ বার পড়া হয়েছে
একদিকে ফসলি জমি, অন্যদিকে আড়িয়াল খাঁ নদ। অথচ, এটিকে খাল দেখিয়ে সোয়া কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও কমিটির লোকজনের বিরুদ্ধে। আর ফসলি জমির উপর দিয়ে নামমাত্র খাল খননের প্রকল্প বাস্তবায়ন করায় ক্ষুব্ধ স্থানীয়রা। এইরমধ্যে দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান।
চারদিকে থৈ থৈ পানি। এটি আড়িয়াল খা নদীর একটি অংশ। যা ক্যামেরার চোখেও দৃশ্যমান। মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের ভান্ডারীকান্দি গ্রাম। যা পাশের ক্রোকচরে গিয়ে শেষ হয়। নদের অপরপাশে কৃষি জমি। অথচ এটি খাল দেখিয়ে খনন প্রকল্প বাস্তবায়ণ করেছে ইউপি চেয়ারম্যান। একইভাবে ইউনিয়নের বিভিন্ন স্থানে সাড়ে ১১ কিলোমিটার খাল খনন করার কথা। অভিযোগ আছে, নদকে খাল দেখিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান। এ ব্যাপারে জানতে কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি ইউপি চেয়ারম্যানকে। যদিও এসব অভিযোগ মুফোঠোনে অস্বীকার করেছেন তিনি । এ ব্যাপারে কথা বলতে রাজি নন বাস্তবায়নকারী কর্তৃপক্ষ এলজিইডি। আর তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। বাহাদুর খাল, টেংরামারি খাল, ক্রোকচর খালসহ ৬টি খালের নামে প্রকল্পের ব্যয় ধরা হয় দুই কোটি ৩০ লাখ টাকা। এরইমধ্যে সোয়া এক কোটি টাকা বিল তুলে নেয়া হয়েছে।