মাদারীপুরে ফসলি জমি, গাছপালা ও ইটের রাস্তা নষ্ট করে খাল খনন; ক্ষতিরমুখে এলাকাবাসী
- আপডেট সময় : ০২:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
মাদারীপুরে ফসলি জমি, গাছপালা-ঘরবাড়ি ও ইটের রাস্তা নষ্ট করে খাল খনন করায় ক্ষতিরমুখে এলাকাবাসী। তোপে পড়ে খনন কার্যক্রম আপাতত বন্ধ রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয়দের ভাষ্য, খাল নয় পূর্বে একটি হালট ছিল এখানে। যা দিয়ে রাখালরা গরু নিয়ে মাঠে যেতেন। খাল খনন বন্ধে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত দিয়েছেন এলাকাবাসী। জনগনের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রশাসনের।
মাদারীপুর সদর উপজেলার বড় বাহাদুরপুর থেকে এলাকা চৌহদ্দি পর্যন্ত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-এর পক্ষ থেকে খাল খননের উদ্যোগ নেয়া হয়। এলাকাবাসী জানায়, শতবছর পূর্বে খাল নয়, এখানে একটি হালট ছিল। গ্রামের রাখালরা গরু নিয়ে মাঠে যেতেন। কখনই তারা দেখেনি খালের কোন অস্তিত্ব। এটি খননে এলাকার অন্তত ২ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হবেন। তাই প্রকল্প বন্ধ করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা এলাকাবাসীর।
খননকারী কর্তৃপক্ষ বলছে, খালটি খনন হলে বাড়বে ফসল উৎপাদন। জনগনের ক্ষতি করে খাল খনন করতে দেয়া হবে না বলে জানায় সদর উপজেলা প্রশাসন। ৩০ ফিট পাশে আর ১৩০০ মিটার দৈর্ঘ্যরে খালটি খননে ব্যয় ধরা হয় ১৫ লাখ ৮৫ হাজার টাকা।