মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত শিশু আফনানের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈরে ভোটকেন্দ্রের পাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত তৃতীয় শ্রেণীর ছাত্র আফনান মোল্লা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এ দুর্ঘটনায় এ নিয়ে মারা গেল বেলুন বিক্রেতা জাহিদুল ইসলামসহ দুইজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুরের রাজৈরে শংকরদি সরকারি বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় জাহিদুল। দুইজনের পা বিচ্ছিন্নসহ আহত হয় অন্তত ৩ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই পাঠানো হয় ঢাকায়।