মাদারীপুরে ভ্যান উল্টে রিফাত ও রমজান নামে দুই স্কুলছাত্র নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
মাদারীপুরে ভ্যান উল্টে রিফাত ও রমজান নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানচালক ইব্রাহীম আহত হয়েছে।
গতকাল রাত ৯টার দিকে কালকিনির ভবানীপুরে এ ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন ভবানীপুর ও রমজান মিয়া সিডিখান এলাকার বাসিন্দা। কালকিনির মিয়ারহাট থেকে ইব্রাহিমের ব্যাটারিচালিত ভ্যানে রিফাত ও রমজান ঘুরতে বের হয়। ভবানীপুর এলে একটি কুকুর ভ্যানের চাকার নিচে ঢুকে পড়ে। এতে ভ্যান উল্টে আহত হয় তিন বন্ধু। গুরুতর অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিফাত ও রমজানকে মৃত ঘোষণা করেন। কালকিনি থানার ওসি বলেন, চালক অপ্রাপ্ত বয়স্ক হওয়ার এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।