মাদারীপুরে হঠাৎ বেড়েছে ডায়রিয়া
- আপডেট সময় : ১২:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
মাদারীপুরে হঠাৎ বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ। কয়েক সপ্তাহে শুধু জেলা সদর হাসপাতালেই এসব রোগে আক্রান্ত হয়ে শতাধিক রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। রোগীর চাপ বেড়েছে বলে স্বীকার করে প্রয়োজনয়ি ব্যবস্থা গ্রহণের কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রখর রোদ ও বৃষ্টির পাশাপাশি ভ্যাপসা গরমে অস্বস্তিকর আবহাওয়ায় পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মাদারীপুরের মানুষ। জেলা সদর হাসপাতালে এখন পানিবাহিত রোগীর আধিক্য। হঠাৎ বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি বুকে ব্যাথাসহ নানা রোগ।
এমন পরিস্থিতিতে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। সাধ্যমতো সেবা দিয়ে যাবার কথা জানান তারা।
বিরুপ আবহাওয়ার কারণেই পানিবাহিত রোগী বাড়ছে। শিশু ও বয়স্কদের প্রতি বেশি যত্মবান হওয়ার পরামর্শ জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তার।
এদিকে ডায়রিয়া রোগীদের জন্য জেলা সদর হাসপাতালে ৬টি আসন থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ৩২টি করেছে প্রশাসন। এছাড়া পানিবাহিত অন্যান্য রোগীদের সেবা দেয়া হচ্ছে ৬তলা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনে।