মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণে একটি বাড়ি বিধ্বস্তের খবর পাওয়া গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণে একটি বাড়ি বিধ্বস্তের খবর পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে।
গেল রাত ১টার দিকে কালকিনি উপজেলার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্নান মোল্লার একটি পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা তৈরি করছিল কয়েকজন যুবক। স্থানীয়দের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তৈরী করা হচ্ছিল এই হাতবোমা। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি