মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০২:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ‘নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ জারির পর এটিই প্রথম রায়।
দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন। রায় দেয়ার সময় দুইজন আসামি আদালতে ছিলেন। এরা হলেন, মধুপুর উপজেলার সঞ্জিত ও গোপি চন্দ্র শীল। বাকী তিনজন পলাতক আছে। তারা হলেন, সাগর চন্দ্র শীল, সুজন মণি ঋষি ও রাজন চন্দ্র। রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাছিমুল আকতার। তিনি জানান, ২০১২ সালে সাগর চন্দ্র শীলের সঙ্গে মোবাইলে পরিচয় হয় ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের ওই মাদরাসার ছাত্রীর। একই বছরের ১৫ জানুয়ারি ওই ছাত্রীকে শালদাইর ব্রিজ থেকে অপহরণ করে নিয়ে যায় সাগর। পরে গণধর্ষণ শেষে ছাত্রীকে ওইখানেই ফেলে রেখে যায়। পরদিন স্থানীয়দের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে স্বজনরা। ছাত্রী বাদী হয়ে ভুঞাপুর থানায় ১৮ জানুয়ারি আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।