মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
- আপডেট সময় : ১১:১৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত ও অভিভাবকদের হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, সভাপতি প্রভাবশালী হওয়ায় প্রশাসনে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের।
মাদরাসার অফিস কক্ষে অধ্যক্ষের পাশে লাঠি রাখা চেয়ারটিতে বসেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি। মাদরাসায় এসে এ লাঠি হাতে নিয়েই ঘুরে ফিরে বেড়ান তিনি। মিটিংয়ে বসলেও লাঠি টেবিলের উপর রেখে বসেন। তার নেয়া একক সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বললেই লাঠি দিয়ে প্রহার করেন মাদরাসার শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী এমনকি অভিভাবকদের।
এমন শত অভিযোগ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি গোলাম ছারোয়ার ঝন্টুর বিরুদ্ধে।
প্রভাবশালী এই ব্যক্তির বিরুদ্ধে রয়েছে অর্থ কেলেঙ্কারিসহ নানা অভিযোগ। প্রতিষ্ঠানের স্বার্থে অতিদ্রুত এ সভাপতির অপসারণ দাবি করছেন অভিভাবকরা।
এসকল বিষয়ের তথ্য সংগ্রহ করতে মাদরাসায় গেলে, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন সভাপতি গোলাম ছারোয়ার ঝন্টু। পরে, মুঠোফোনে কথা হলে তার উপর আনিত সকল অভিযোগ অস্বীকার করেন তিনি।
বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা চার শত পঁচাত্তর জন।