মাধ্যমিকের গণ্ডি না পেরালেও, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা
- আপডেট সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
মাধ্যমিকের গণ্ডি না পেরালেও নিজেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে তল্লাসি, শ্লীলতাহানি, লুটপাটের অভিযোগে আব্দুল কুদ্দুস ওরফে ডলার নাহিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে রেব। রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে রেব মিডিয়ার সেন্টারে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। তিনি জানান, সুনামগঞ্জের ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে ভূয়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিলো ডলার নাহিদ।
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ভুয়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে প্রতারনা করে আসছিলেন আব্দুল কুদ্দুস ওরফে ডলার নাহিদ।সুনামগঞ্জ এক মুক্তিযোদ্ধার বাড়িতে তল্লাসির নামে লুটপাটের ঘটনায় মামলা হলে, রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রেব।
রাজধানীর কারওয়ান বাজার রেব মিডিয়ার সেন্টারে সংবাদ সম্মেলনে রেবের মুখপাত্র খন্দকার আল মঈন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে মানুষের কাছে নিজেকে গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা শুরু নাহিদের। আর এ কাজে নানা কৌশলে সঙ্গে নিতো পুলিশ সদস্যদের।
তিনি জানান, ডলার নাহিদ মাধ্যমিকের গণ্ডি না পেরালেও নিজেকে দাবি করতেন ১৯৯৬ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থী হিসেবে। আর সেটাকে পুঁজি করেই দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছে।
২০১৬ সালে একটি প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে নাইট গার্ডের চাকরি করার সুবাধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তার পরিচয়। সেখান থেকে ভুয়া গোয়েন্দার হওয়া বিষয়টি মাথায় আসে তার বলেও জানান খন্দকার আল মঈন।।