মানবপাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না :মহাপরিচালক র্যাব
- আপডেট সময় : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মানবপাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের রেব মিডিয়া সেন্টারে করোনা আপডেট এপ্লিকেশন সফটওয়্যারের উদ্বোধন ও করোনায় মারা যাওয়া চার সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় করোনাকালেও অপরাধীদের বিরুদ্ধেও সমানভাবে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান রেব মহপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সোমবার দুপুরে করোনায় আক্রান্ত সদস্যদের চিকিৎসা মনিটরিং-এর জন্য প্রস্তত করা অ্যাপস-এর উদ্বোধন করতেই এই অনুষ্ঠানের আয়োজন করে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেব।
অ্যাপস-এর উদ্বোধন করে রেব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন করোনায় মারা যাওয়া চার সাংবাদিকের পরিবারের হাতে আর্থিক সহায়তা চেক তুলে দেন। এছাড়া রেবের পক্ষ থেকে ক্র্যাব সভাপতির হাতে সাংবাদিকদের জন্য চিকিৎসা সামগ্রীও তুলে দেন।
এ সময়, লিবিয়ায় ২৬ বাংলাদেশির মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে মানবপাচারের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন রেব মহাপরিচালক ।
তিনি বলেন, স্বাভাবিক সময়ের মতই রেব অপরাধীদের বিরুদ্ধে সবধরনের অভিযান পরিচালনা করছে।
অনুষ্ঠানে রেবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম ও ক্র্যাব সভাপতি আবুল খায়েরসহ রেবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।