মানবপাচারের দায়ে কুয়েতে গ্রেপ্তার এমপি পাপুলের তদন্ত করছে সিআইডি
- আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মানবপাচারের দায়ে কুয়েতে গ্রেপ্তার এমপি মো. শহিদ ইসলাম পাপুলের ব্যাপারে তদন্ত করছে সিআইডি। তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ সংস্থাটি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।
এ সময় লিবিয়ায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত গডফাদাররা নজরদারিতে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য দেশেও যারা মানবপাচারের সঙ্গে জড়িত, তাদেরও নজরদারিতে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তিনি জানান, লিবিয়ায় মানব পাচারের ঘটনা তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে । এ পর্যন্ত ৩৬ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মাঝে একটি এজেন্সির একজন পিয়নও রয়েছেন। সেই পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০ থেকে ৩০ কোটি টাকা রয়েছে বলে জানতে পেরেছেন সিআইডির তদন্তাকারীরা। তিনি বলেন, মানবপাচারকারীদের বিষয়ে সরকারের দুটি মন্ত্রণালয়ের কাছ থেকে দুটি তালিকা পেয়েছে সিআইডি। এছাড়াও পাচার হওয়া ভুক্তভোগী, তাদের পরিবার ও বিভিন্ন দেশের অ্যাম্বাসির কাছ থেকে অনেক নাম পাওয়া গেছে। তাদেরও নজরদারিতে রেখেছে সিআইডি।