মানবপাচারের প্রতিটি ঘটনা তদন্ত ও বিচারে সরকার বদ্ধ পরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মানবপাচারের প্রতিটি ঘটনা তদন্ত ও বিচারে সরকার বদ্ধ পরিকর। এ অপরাধে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুশিয়ার করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
অস্ত্র-মাদকের পর মানবপাচার সারা বিশ্বে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত । দিন দিন অপরাধ বেড়ই চলেছে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে যৌথভাবে জাতীয় সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে বক্তারা বলেন, মানব পাচার কমিয়ে আনতে রাষ্ট্রীয় প্রচেষ্টাই যথেষ্ট নয়। বিদেশে যাওয়ার আগে সম্ভাব্য ঝুঁকিগুলো যাচাই করার তাগিদ দেন তারা।
মানবপাচার প্রতিরোধে সরকারকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস । আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিটি ঘটনায় বিচারের মুখোমুখি করা হয় ।
ইউএস স্টেট ডিপার্টমেন্টের ২০২৩ সালের ‘মানব পাচার রিপোর্ট অনুযায়ী গত বছরে দেশে ২৪০ জন পাচারের শিকার হয়। ২০২২ সালে পুলিশ সদরদপ্তরের রেকর্ড বলছে, গেলো ১৮ বছরে দেশে ৭ হাজার ৫শ ১৭টি মানব পাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে।