মানবেতর জীবন-যাপন করছে শিক্ষক-কর্মচারিসহ সংশ্লিষ্ট প্রায় ২৫ হাজার পরিবার
- আপডেট সময় : ০২:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫১৩ বার পড়া হয়েছে
সাভারে করোনার প্রভাবে মানবেতর জীবন-যাপন করছে শিক্ষক-কর্মচারিসহ সংশ্লিষ্ট প্রায় ২৫ হাজার পরিবার। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় পায়না বেতন-ভাতা।পায়নি সরকারি-বেসরকারি কোন সহায়তাও। শিক্ষকদের প্রনোদনা দেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সাভারে এক হাজার ৭৯টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী প্রায় দু’লাখ। এতে নিয়োজিত আছেন ২০ হাজার শিক্ষক ও পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারি। করোনায় থমকে গেছে তাদের জীবন-জীবিকা। গত বছর মার্চ থেকে স্কুল বন্ধ থাকায় বেতন পরিশোধ করেনি শিক্ষার্থীরা। বন্ধ হয়ে গেছে শিক্ষক-কর্মচারিদের বেতন। বাড়ি ভাড়া দিতে না পেরে অনেকেই ফিরে গেছেন নিজ গ্রামে। কেউবা পেশা ছেড়ে দিয়েছেন। শিক্ষক সমাজকে বাঁচাতে হলে প্রনোদনার কোন বিকল্প নেই বলে মনে করেন তারা।
শুধু শিক্ষকই নয়, কিন্ডারগার্টেনের মালিকরাও পরিস্থিতি মোকাবেলায় পর্যদুস্ত। সংকট নিরসনে আপাতত কোন ব্যবস্থা নেই বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের প্রনোদনা দেয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।