মানব পাচারকারী চক্রের মূল হোতাসহ আট জন আটক
- আপডেট সময় : ০৮:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের মূল হোতাসহ আট জনকে আটক করেছে রেব-৩। শুক্রবার রাতে আলাদা অভিযানে তাদের আটক করা হয়। চক্রটি গত ৭ বছর ধরে পাঁচ শতাধিক বাংলাদেশিকে দুবাই পাচার করে। শনিবার রাজধানীর কারওয়ান বাজার রেব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান।
মানবপাচারের সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে আটক করা হয় ৮ জনকে।
এদের মধ্যে নাইম খান ওরফে লোটাস এই চক্রের মূলহোতা। বাকিরা হলেন নুরে আলম শাহরিয়ার, রিমন সরকার, গোলাম মোস্তফা সুমন, বদরুল ইসলাম, খোরশেদ আলম, সোহেল ও হাবিব।
এ সময় তাদের কাছ থেকে ১৪টি পাসপোর্ট ও নকল বিএমইটি কার্ড, ১টি সিপিইউ, ১টি প্রিন্টার, ১টি স্ক্যানার, ৫টি মোবাইল ফোন, ১টি চেক বই ও ৫টি নকল সিল জব্দ করা হয়।
শনিবার রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান জানান, চক্রটি নকল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বানিয়ে ভ্রমণ ভিসায় দুবাইয়ে মানব পাচার করতো।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, নাইম খান ওরফে লোটাস চক্রের মূল হোতা। গত ৭ বছর ধরে পাঁচ শতাধিক বাংলাদেশিকে দুবাই পাচার করেছে তারা।
মানবপাচারের সেই অবৈধ উপার্জন দিয়ে লোটাস দুবাইয়ে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের অনুমোদন এবং নিজে রেসিডেন্স ভিসার অনুমোদন নেন বলেও জানান লে. কর্নেল রকিবুল হাসান।