মানব পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৮:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
অবৈধভাবে মধপ্রাচ্য ও ইউরোপে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া মানব পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে রেব।তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়। গেলো রাতে রাজধানীর গুলশান ও কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে কাওরানবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান রেব-৩ এর অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ। বলেন, উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে, অননুমোদিত রিক্রুটিং এজেন্সি ওয়ার্কপার্মিটের নামে ভিজিট ভিসায় মধ্যপ্রাচ্যে পাঠায় দালাল চক্র। সেখানে কর্মসংস্থানের বদলে নির্যাতনের অভিযোগ ভূক্তভোগীদের।
উন্নত জীবনের আশায় অনেক স্বপ্নপূরণে— সহায় সম্বল ও ভিটে-মাটি বিক্রি করে প্রবাসে পাড়ি জমায় দেশের বিশাল বেকার জনগোষ্ঠী।
দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এ রেমিট্যান্স সংগ্রহে বিদেশী শ্রম বাজারে যোগ দিতে অননুমোদিত রিক্যুটিং এজেন্সির খপ্পরে পড়েন কুষ্টিয়া,মাদারীপুর ও চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় দেড়শো বেশী বিদেশগমনিচ্ছুক। ওয়ার্কপার্মিটের নামে তাদেরকে দেয়া হয় ভিজিট ভিসায় হাতিয়ে নিয়েছে ৫ থেকে ৬ লাখ টাকাও। যার ফলে বিদেশ গিয়ে থাকা হলো তাদের। পড়তে হলো নানা বিম্বড়নায়।
এমন ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গেলো রাতে রাজধানী গুলশান ও কুমিল্লা চৌদ্দগ্রামে থেকে চক্রের মূলহোতা তোফায়েল আহমেদসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে র ্যাব।
উচ্চ বেতন ও অতিরিক্ত সুবিধার পাশপাশি ইউরোপের লোভ দেখিয়ে জনপ্রতি ১ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে দুবাইতে পাঠায় এসব দালালরা। সেখানে জাহিদ নামে আরেক দালালের মাধ্যমে পাসপোর্ট ও টাকা পয়সা হাতিয়ে নিয়ে নির্যাতন করতো বলে জানায় রেব।
গত দুই বছরে দেড়শোর বেশি বিদেশগামীদের কাছ থেকে দুই কোটি টাকা চক্রটি হাতিয়ে নিয়েছে উল্লেখ করে রেব কর্মকর্তা বিদেশ যেতে সঠিক রিক্র্যটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার পরামর্শ দেন।