মানব পাচার মামলার আসামী মাত্র ৬ বছর বয়সের শিশু?
- আপডেট সময় : ০৮:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মামলার ঘটনার সময় বয়স ছিল মাত্র ৬ বছর। আর আদালত যখন গ্রেফতারি পরোয়ানা জারি করে, তখন আসামীর বয়স মাত্র ১১ বছর। অবশেষে জামিনের জন্য উচ্চ আদালতে আসে কক্সবাজারের রামুর চতুর্থ শ্রেণীর পিতৃহারা হতভাগ্য শিশু আলাউদ্দিন। মানব পাচার মামলায় এই শিশুকে আসামী দেখে, ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট।
আদালতের বারান্দায় বিষন্ন এক মা আর পাশে ক্যামেরাপার্সনদের একের পর এক ছবির ক্লিকে বিমর্ষ শিশুটির নাম আলাউদ্দিন। কক্সবাজারের রামুর একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেনীতে পড়া এই শিশুটি হাইকোর্টে আসে মানব পাচার মামলার আসামী হয়ে। স্বজনদের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের একটি ঘটনায় ৬ বছর বয়সী আলাউদ্দিনকে মানব পাচার মামলায় আসামী করেন চট্টগ্রামের লোহাগড়ার নুরুল ইসলাম।
আইনজীবীরা জানান, ২০১৮ তে শিশু আলাউদ্দিনের বয়স ২২ বছর দেখিয়ে মামলা দায়ের করা হলে, গ্রেফতারি পরোয়ানা জারি করে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক। অনুসন্ধানে বেরিয়ে আসে আলাউদ্দিনের টিকা দেওয়ার রেজিস্ট্রি কার্ড। যেখানে দেখা যায় শিশুটির জন্ম হয় ২০০৭ সালের ১০ আগস্ট।
বিষয়টি নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা ও পর্যবেক্ষণ তুলে ধরেন তার আইনজীবী।
শিশুটির মায়ের দাবি, শত্রুতার কারণেই এই মামলা এবং ১১ বছর বয়সী শিশুটিকে গ্রেফতার করতে গিয়ে চমকে যায় পুলিশ, করে আর্থিক ও আইনি সাহায্য।
স্বামীহারা রেজিয়া বেগম জানান, আলাউদ্দিনের মামলায় ঋণের জালে জর্জরিত তারা।