“মানসম্মত ও নৈতিক শিক্ষা বিস্তার” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে “মানসম্মত ও নৈতিক শিক্ষা বিস্তার” বিষয়ে করনীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক- সুজন ও হাঙ্গার প্রজেক্ট যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।’ সুশাসন ও সোনার বাংলা প্রতিষ্ঠায় মানসম্মত ও নৈতিক শিক্ষা এবং শুদ্ধাচার চর্চার বিকল্প নেই” এ প্রতিবাদ্য নিয়ে দুপুরে গোপালগঞ্জ পৌর সভার হল রুমে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু। জেলা সুজনের সভাপতি রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্রসহ আরো অনেকে। বৈঠকে গাইড বই পড়ানো, কোচিং ক্লাশ করানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।